শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

'বাংলাদেশ শক্তিশালী, আমরাও দুর্বল নই'

  • প্রকাশের সময় : ১৯/১০/২০২১ ০৩:১৯:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

স্কটল্যান্ডের কাছে লজ্জাজনক পরাজয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। পূর্ব ঘোষণা দিয়েই তারা বাংলাদেশকে হারিয়েছে। প্রথম রাউন্ড বা বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ।

খেলা শুরু হবে রাত ৮টায়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক ওমান। তাদের লক্ষ্য আজ বাংলাদেশকে হারিয়ে দিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা। বাংলাদেশকে চাপে ফেলতে স্কটল্যান্ডের মতো ওমানও মাইন্ড গেম শুরু করেছে। আত্মবিশ্বাসে বলিয়ান দলটি দাবি করেছে, বাংলাদেশকে হারানোর সামর্থ্য তাদের আছে। ওমানের ক্রিকেটার খাওয়ার আলী বলেন, 'পাঁচ বছর আগের ওমান দলের সাথে এখনকার দলের তুলনা করলে ভুল হবে। আমরা অনেক আত্মবিশ্বাসী। বাংলাদেশ ভালো দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে আমরাও প্রস্তুত, বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই।' এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ওমানকে হারিয়েছিল বাংলাদেশ। ওমানের সেই দল বদলে গেলেও অধিনায়ক জিসান মাকসুদ বাংলাদেশকে সমীহই করছেন, 'বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল এবং তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। বড় মঞ্চে খেলার অনেক অভিজ্ঞতা আছে তাদের। পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়টি আমরা ইতিবাচকভাবে নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সামনে কী আসছে তা জানি না, তবে আমরা ধারাবাহিকভাবে সব ম্যাচই খেলতে চাই।'


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি