মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটের রাজপথে ছাত্রলীগ

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২১ ০২:৩১:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় সিলেটে রাজপথে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আমরা ভাই ভাই। তাই আমাদের সকলের মিলেমিশে চলতে হবে।

নেতৃবৃন্দ বলেন, যারাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু, জাতির শত্রু। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসাম্প্রদায়িক দেশে কোন ধরণের সাম্প্রদায়িকতার স্থান দেওয়া হবে না। সিলেটে যেকোন ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা দূর করতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।

বিক্ষোভে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট নামক এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ১৫ থেকে ২০টি বাড়ি-ঘর পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি) সার্কেল কামরুজ্জামান বলেন, ‘এক হিন্দু যুবক ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়েছেন- এমন অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ওই যুবকের বাড়িটি প্রটেক্ট করতে পারলেও বেশ কিছু দূরে ১৫-২০টি বাড়িঘরে আগুন দেয় উত্তেজিতরা।’ তিনি রাত পৌনে ১২টার দিকে জানান, এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় রানা নামে একজন বলেন, ‘পুলিশ অনেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি