বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

‘দ্বিতীয় সেরা’ আইপিএল মোস্তাফিজের

  • প্রকাশের সময় : ০৯/১০/২০২১ ১২:১৮:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

২০১৬তে আইপিএল অভিষেকেই আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতানোর পথে বড় ভূমিকা রেখে হন আসরের সেরা উদীয়মান তারকা। পরের বছরও ছিলেন একই দলে। জাতীয় দলের ব্যস্ততায় সেবার খেলেন মাত্র এক ম্যাচ। ২০১৮ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভালো করতে পারেননি। দুই মৌসুম বাদে আবারো নিলামে নাম ওঠে মোস্তাফিজের। ১ কোটি রুপিতে টাইগার পেসারকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আইপিএল প্রত্যাবর্তনটা মন্দ হয়নি মোস্তাফিজের।

হায়দরাবাদের হয়ে আইপিএলের অভিষেক আসরে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ২০১৭ আইপিএলে খেলেন মাত্র ১ ম্যাচ। সেই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। পরের বছর মোস্তাফিজ নাম লেখান মুম্বই ইন্ডিয়ান্সে। ৭ ম্যাচের সবগুলোতেই করেন খরুচে বোলিং। ২৩.৫৭ গড়ে নেন ৭ উইকেট। দল বদলে মোস্তাফিজ এবার খেলেছেন রাজস্থান রয়্যালসে। প্রথমবারের মতো আইপিএলে দলের সব ম্যাচে একাদশে ছিলেন। টাইগার পেসারের এবারের আইপিএল গেছে ভালো-মন্দে। রাজস্থানও উঠতে পারেনি প্লে-অফে। চোটের কারণে রাজস্থানের বেশ কয়েকজন তারকা মাঠে অনিয়মিত ছিলেন। পেস বোলিং আক্রমণের দায়িত্বটা তাই নিতে হয়েছে মোস্তাফিজকেই।

১৪ ম্যাচে শিকার করেছেন ১৪ উইকেট। দলীয় ব্যর্থতার প্রভাব পড়েছে মোস্তাফিজের পারফরম্যান্সে। দল ভালো করলে তার পরিসংখ্যান আরও উজ্জ্বল থাকত। স্লগ ওভারে যেভাবে মুন্সিয়ানা দেখিয়েছেন, তাতে আসরের অন্যতম আলোচিত বোলার তিনি। ২০ রানের খরচায় ৩ উইকেট এবারের আসরে তার ব্যক্তিগত সেরা। ৩১.১৪ গড়ে একটি করে উইকেট শিকার করেছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৪১ করে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি